সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

উল্লাপাড়ায় ভারতীয় তরুণী ও তার স্বামী গ্রেপ্তার 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

উল্লাপাড়ায় ভারতীয় তরুণী ও তার স্বামী গ্রেপ্তার 

ভারতীয় তরুণী নাইসা মল্লিক ওরফে নার্গিস বেগম ও তার বর্তমান বাংলাদেশের স্বামী জুয়েল সরকারকে উল্লাপাড়া মডেল থানা পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। 

মঙ্গলবার (১ আগস্ট) উল্লাপাড়া মডেল থানার মামলা সূত্রে জানা যায়, ভারতীয় তরুণী নাইসা মল্লিক ওরফে নার্গিস বেগমের সাবেক স্বামী ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার ডোমজোর থানার বাকরা গ্রামের মীর ফজলুর রহমান বাংলাদেশে এসে থানায় অভিযোগ করে। 

অভিযোগে বলা হয়, বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের বালসাবাড়ী দাদপুর গ্রামের ইরান সরকারের ছেলে মো. জুয়েল সরকারের সঙ্গে ফেসবুকে পরকীয়া করে। এই পরকীয়ার জের ধরে গত ২৪ মে, আমার  স্ত্রী নার্গিসা বেগম আমার সঙ্গে প্রতারণা করে টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে এসে আমাকে ডিভোর্জ না দিয়েই মো. জুয়েল সরকারকে কোর্টের মাধ্যমে বিয়ে করে। 

ভারতীয় স্বামী মীর ফজলুর রহমানের করা মামলায় গত সোমবার রাতে উল্লাপাড়া মডেল থানা পুলিশ বালসাড়ী দাদপুর গ্রামের জুয়েল সরকার ও তার স্ত্রী নাইসা মল্লিক ওরফে নার্গিস বেগমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে মঙ্গলবার (১ আগস্ট) জেল হাজতে পাঠিয়েছেন। এ মামলার বিষয় নিশ্চিত করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ উপপরিদর্শক মামুন রানা।

টিএইচ